• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি রোল অব অনার


প্রকাশের সময় : মে ৩০, ২০১৭, ১:৪৫ PM / ৫৯
চ্যাম্পিয়ন্স ট্রফি রোল অব অনার

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপের পরই মর্যাদাকর টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

এরআগে অনুষ্ঠিত হয়েছে সাতটি আসর। এরমধ্যে প্রথম দুই আসরের (১৯৯৮ ও ২০০০) নাম ছিলো আইসিসি নকআউট ট্রফি। তৃতীয় আসর (২০০২) থেকে আইসিসি নকআউট ট্রফির নামকরণ পাল্টে করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ নামের পরবর্তীতে আরও চারটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ পর্যন্ত অনুষ্ঠিত সাত আসরের রোল অব অনার হলো এমন :

বছর আয়োজক ফাইনাল ম্যাচের ফল চ্যাম্পিয়ন রানার্স-আপ ভেন্যু ফাইনালে দর্শক

১৯৯৮ আইসিসি নকআউট ট্রফি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৪০,০০০

২০০০ আইসিসি নকআউট ট্রফি কেনিয়া নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী নিউজিল্যান্ড ভারত জিমখানাা ক্লাব গ্রাউন্ড, নাইরোবি ৭০০০

২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলংকা বৃষ্টির কারনে ফাইনাল পরিত্যক্ত। ভারত ও শ্রীলংকা যুগ্ম চ্যাম্পিয়ন — আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ৩৪,৮৩২

২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ওভাল, লন্ডন ১৮,৬০০

২০০৬ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই ২৬,০০০

২০০৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান ২২,৪৫৬

২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড এন্ড ওয়েলস ভারত ৫ রানে জয়ী ভারত ইংল্যান্ড এজবাষ্টন, বার্মিংহাম, ইংল্যান্ড ২৪,৮৬৭
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৪৫পিএম/৩০/৫/২০১৭ইং)