• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

চোর বলায় পল্লীবিদ্যুৎ চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউশন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০১৯, ১০:১৯ PM / ৪৯
চোর বলায় পল্লীবিদ্যুৎ চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউশন

 

বিশেষ প্রতিনিধি : ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউশন সদস্যদেরকে পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান চোর বলে সম্বোধন করায় সংগঠনটি ক্ষুব্ধ।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)অনুষ্ঠিত এর সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার কমিটির ২৪৩ তম সভা চলাকালীন সময়ে “পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের” চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মঈন উদ্দিন( অবঃ) মোবাইল ফোনে নিজ পরিদপ্তরের প্রজেক্ট পরিচালক জনাব মোঃ নুরুল হক প্রকৌশলীকে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য বিষেদাগার করে এবং অশালীন ভাষায় কথা বলে। আইইবি সংগঠন সম্পর্কে অশালীন মন্তব্য করে,এমনকি পল্লীবিদ্যিতায়ন বোর্ড চেয়ারম্যান জেনারেল মঈন উদ্দিন( অবঃ) প্রকৌশলী মোঃ নুরুল হককে বলেন উক্ত সংগঠনের অধীকাংশ সদস্যই চোর। উক্ত সভায় আইইবি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রকৌশলী সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আইইবি সম্পর্কে চেয়ারম্যানের এমন অশালীন ও ঔদ্ধত্যপূরন বক্তব্য উপস্থিত সকল সদস্যবৃন্দেকে হতবাক করে। বাংলাদেশ প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান “ইন্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশ “সম্পর্কে তার এমন অশালীন মন্তব্য প্রকৌশলী সমাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। আইইবি সম্পর্কে তার অনৈতিক মন্তব্যের প্রেক্ষিতে উক্ত সভায় সংগঠনটি তার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় তারই প্রেক্ষিতে ০১-০২-২৯ ইং তারিখ (আইইবি) এর কেন্দ্রীয় কাউন্সিলের ৬০৮ তম সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত একটি নিন্দা পত্র ০২-০২-২০১৯ পল্লীবিদ্যিতায়ন বোর্ড চেয়ারম্যান জেনারেল মঈন উদ্দিন( অবঃ) বরাবর পৌছানো হয়।


(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১৯পিএম/৫/২/২০১৯ইং)