• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

চেলসিকে হারিয়ে এফএ কাপ আর্সেনালের


প্রকাশের সময় : মে ২৮, ২০১৭, ১০:২৩ AM / ৫৬
চেলসিকে হারিয়ে এফএ কাপ আর্সেনালের

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে শিরোপা জিতলেও এফএ কাপ জেতা হলো না চেলসির। বরং সেরা চারে থেকে লিগ শেষ করতে না পারায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হাত ছাড়া করা আর্সেনাল জিতে নিল আসরটির ১৩তম শিরোপা। এফএ কাপের ইতিহাসে যা রেকর্ড সর্বোচ্চ। শনিবার রাতে আর্সেন ওয়েঙ্গারের দল ২-১ গোলে হারায় চেলসিকে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার শুরুতেই সানচেজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৫ মিনিটে পাওয়া লিডের পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আরো চেপে ধরে ওয়েঙ্গারের শির্ষ্যরা। প্রথমার্ধে আর্সেনাল প্রাধান্য বিস্তার করে খেললেও ১টির বেশি গোল আদায় করে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। তারপরও ৭৬ মিনিটে দিয়েগো কস্তার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু তিন মিনিটের ব্যবধানেই আবারো এগিয়ে যায় আর্সেনাল। এবার গোলদাতা রামসি।

শেষ চার মৌসুমে এনিয়ে তৃতীয়বারের মতো এফএ কাপ জিতল আর্সেনাল। ১২ বার শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেডকে তাই পিছনে পড়ে যেতে হলো (১৩বার জিতল আর্সেনাল)। এদিকে ওয়েঙ্গারের এটি সপ্তম এফএ কাপ জয়। কোচ হিসেবে যা রেকর্ড সর্বোচ্চ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২০এএম/২৮/৫/২০১৭ইং)