• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

চলে গেলেন নোবেল জয়ী লেখক ‘নাইপল’


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০১৮, ১২:৪৭ PM / ৪৯
চলে গেলেন নোবেল জয়ী লেখক ‘নাইপল’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভিএস নাইপল (৮৫) মারা গেছেন। নাইপলের মৃত্যুর খবর তার স্ত্রী নাদিরা নাইপল নিশ্চিত করেন।

২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক। তার পুরো নাম স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল। ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যায়ন করেছেন।

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন নাইপল। ৩০টিরও বেশি বই লিখেছেন ১৯৭১ সালে বুকার পুরস্কার পাওয়া এই লেখক। সূত্র : বিবিসি

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪৬পিএম/১২/৮/২০১৮ইং)