• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৮, ৭:৪৭ PM / ২৯
চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : চলতি অর্থবছরে (২০১৮-১৯) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

২৬ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’-এর প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এ সময় প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ সন চ্যাং হং। তিনি বলেন, ‘গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।’

‘এর আগে ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই ধারাবাহিকতায় চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি পেতে পারে বলে আমরা মনে করছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রপ্তানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি ধীর হবে। এ ছাড়া, শিল্পখাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্ববাণিজ্যে সুখবর নেই, তারপরও এক্সপোর্ট ও রেমিট্যান্সখাতে অগ্রগতির ধারা স্থিতিশীল থাকবে। বেসরকারি বিনিয়োগও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো অবদান রাখবে।

গত দুই অর্থবছরে ৭ শতাংশ ছাড়ানো অর্থনৈতিক প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশ সরকার ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে।

গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫১ ডলারে। আর জিডিপির আকার ২৭৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪৭পিএম/২৬/৯/২০১৮ইং)