• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

ঘোষণা দিয়ে ভাঙা হলো রামস্বামীর ভাস্কর্য


প্রকাশের সময় : মার্চ ৮, ২০১৮, ২:৩৪ PM / ২৭
ঘোষণা দিয়ে ভাঙা হলো রামস্বামীর ভাস্কর্য

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : লেনিন, শ্যামাপ্রসাদের পর এবার ঘোষণা দিয়ে ভাঙা হলো দক্ষিণে রামস্বামী (পেরিয়ার) ভাস্কর্যও। মঙ্গলবার রাতে তামিলনাড়ুর ভেলোরের তিরুপাত্তুরে এ ঘটনা ঘটে।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, লেনিনের ভাস্কর্য ভাঙা নিয়ে হইচই দেখে তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘আজ ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, কাল তামিলনাড়ুতে ই ভি রামস্বামীর (পেরিয়ার) মূর্তিরও একই পরিণতি হবে।’

তার এই ঘোষণার পর মঙ্গলবার রাতে ভেলোরের তিরুপাত্তুরে পেরিয়ারের ভাস্কর্য ভাঙা হয়।

এ স্ট্যাটাস দেয়ার পর সমালোচনার মুখে নিজের মন্তব্যের জন্য রাজা দুঃখ প্রকাশ করেন। কিন্তু বিতর্ক থামেনি।

বিজেপি নেতা অমিত শাহ এ বলেন, দলের কেউ এতে জড়িত থাকলে কড়া পদক্ষেপ নেয়া হবে।

কিন্তু তিনি পরে জানার, রাজার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এরপর রাজনীতিতে সদ্য পা দেওয়া কমল হাসনের কটাক্ষ করে বলেন, ‘এটাই বিজেপির চরিত্র।’

দ্রাবিড় আন্দোলনের পুরোধা পেরিয়ারের ভাস্কর্য লক্ষ করে পাথর ছোড়ার ঘটনায় মুথুরামন এবং ফ্রান্সিস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মুথুরামন বিজেপি এবং ফ্রান্সিস সিপিআই কর্মী বলে জানা গেছে।

পুলিশের দাবি, মদ্যপ অবস্থাতেই দু’জন এই কাণ্ড করেছেন।

এর পরেই রাজা বলেন, ‘কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবুও আমার পোস্টে কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত। পেরিয়ারের মূর্তি ভাঙা বরদাস্ত করা হবে না।’

দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দাবি করেন, দলের কাজে তিনি যখন দিল্লিতে ছিলেন, তখন তার ফেসবুক অ্যাডমিন এই মন্তব্যটি পোস্ট করেছিলেন।

আবারও দুঃখপ্রকাশ করে রাজা বলেন, ‘মন্তব্যটি মুছে দিয়েছি। সরিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিনকেও।’

এ ঘটনায় চেন্নাই, কুড্ডালোর, সালেমসহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় রাজার বিরুদ্ধে বিক্ষোভ করে ডিএমকে এবং বেশ কিছু তামিলপন্থী সংগঠন। পোড়ানো হয় রাজার কুশপুত্তলিকা।

গোটা তামিলনাড়ু জুড়ে পেরিয়ারের ভাস্কর্যগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রাজাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ডিএমকে নেতা স্ট্যালিন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৩২পিএম/৮/৩/২০১৮ইং)