• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০১৯, ১১:৪৮ AM / ৩২
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল

 
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জাহাজ চলাচল বন্ধ হওয়ার আগে যেসব পর্যটক সেন্টমার্টিন চলে গেছেন তারা এখনই ফিরতে পারবেন না বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে সেখানকার হোটেলে অবস্থান করতে হবে। এছাড়া সন্দ্বীপগামী শত শত মানুষ ঘাটে এসেও ফিরে যাচ্ছেন।

আটকেপড়া পর্যটকরা দ্বীপের ১০৬টি হোটেল-মোটেল ও কটেজে অবস্থান করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা ফিরতে পারবেন বলে জানিয়েছে সেন্টমার্টিন পুলিশ।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় পটুয়াখালীতেও নৌযান চলাচাল বন্ধ রয়েছে। এছাড়াও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

(ঢাকারনিউজ২৪.কম/একেএস/১১:৪৮এএম/০৮/১১/২০১৯ইং)