• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

গ্যাসের দাম বাড়ল : এক চুলা ৯০০, দুই চুলা ৯৫০ টাকা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৭, ৫:২১ PM / ৩৩
গ্যাসের দাম বাড়ল : এক চুলা ৯০০, দুই চুলা ৯৫০ টাকা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আগামী ১ মার্চ থেকে বাসাবাড়িসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ছে। ১ মার্চ ও ১ জুন দুই ধাপে এ মূল্য বাড়ানো হবে। আবাসিকে ১ মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য হবে ৭৫০ টাকা এবং জুন থেকে সেটি হবে ৯০০ টাকা। এছাড়া ১ মার্চ থেকে দুই বার্নারের চুলার মূল্য হবে ৮০০ টাকা এবং ১ জুন থেকে সেটি ৯৫০ টাকা হবে।

বৃহস্পতিবার কারওয়ানবাজারে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

এছাড়াও সিএনজির দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটার ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা করা হবে।

এর আগে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। বর্তমানে আবাসিক ব্যবহারে দুই চুলার জন্য ৬৫০ টাকা ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয় ভোক্তাদের। তারও আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা নির্ধারিত ছিল।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:২০পিএম/২৩/২/২০১৭ইং)