• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

গেঁটে বাত দূর করার উপায়


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০১৭, ৯:১৩ AM / ৫৬
গেঁটে বাত দূর করার উপায়

ঢাকারনিউজ২৪.কম:

গেঁটে বাতের যন্ত্রনা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপায়-

* ব্ল্যাক চেরি বাতের ব্যথা উপশমে খুবই উপকারী। নিয়মিত ব্ল্যাক চেরি খেলে বাতের তীব্র ব্যথা থেকে মুক্তি লাভ করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডেভিস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিতভাবে দিনে একটি করে ব্ল্যাক চেরি খেলে গেঁটে বাত সৃষ্টিকারী ইউরিক এসিডের মাত্রা ১৫ শতাংশ কমে যায়।


* প্রচুর শাক সবজি খেলেও গেঁটে বাত অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়।

* প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার।

* নিয়মিত  ব্যায়াম করলে অনেক সময় এই গেঁটে বাত রোগ হতে বাঁচতে পারা যায়।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /­০৯.১২ এএম/০৭//২০১৭ইং)