• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

গুরুদাসপুরে কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০১৮, ৪:১২ PM / ৫৭
গুরুদাসপুরে কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে

 

শের মোহাম্মদ, গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরের কৃষকরা ভুট্রা চাষ লাভজনক হওয়ায় বিভিন্ন জাতের ভুট্টা আবাদে আগ্রহী হওয়ায় উপজেলায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভুট্টা আবাদে স্থানীয় কৃষি বিভাগের মাঠকর্মীরা কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণসহ মাঠে গিয়ে উন্নত পদ্ধতিতে বীজ বপনে সহযোগিতা করছেন। এ ছাড়া দলীয় পদ্ধতিতে এক এক অঞ্চলে কৃষকদের সভার মাধ্যমে ভুট্টা চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কৃষকরা ভুট্রা চাষে বেশি উদ্বুদ্ধ হচ্ছেন।
এখন মাঠ জুড়ে যেন সবুজের সমারহ। গাছের মাথায় লাল ফুল, গাছে গাছে হলুদ বর্ণের ভুট্টাধরতে শুরু করেছে। বাসাসে দোল খাচ্ছে ওই সকল গাছগুলো। কম খরচে অধিক ফলন পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে এলাকার কৃষকদের। গম, ধান, রসুন, বাঙ্গী-তরমুজ চাষের পরিবর্তে কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।
চলতি মৌসুমে এ উজেলায় এসকে ৪০, প্যাসিফিক, মুকুট, এলিট, সুপার ফাইন জাতসহ সব ধরনের ভুট্টার আবাদ হচ্ছে। চলনবিলাজ্ঞলের গুরুদাসপুরের ভুট্টার ভালো কদর রয়েছে দেশ জুড়ে। তাই এ উপজেলার উৎপাদিত ভুট্টা এলাকারর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
সরেজমিনে গেলে পূণঃবাসন প্রকল্পের কৃষক উপজেলার বিয়াঘাট উইনিয়নের যোগেন্দ্র নগরের ইয়াকুব মন্ডল, নাজিরপুর ইউনিয়নের মাসুম বাবুল, খুবজীপুর ইউনি কালাকান্দোরের আব্দুল মান্নান, মশিন্দা ইউনিয়নের কান্দিপাড়ার রেজাউল করিম রঞ্জু, ধারাবারিষা ইউনিয়নের নারি বাড়ীর শের মোহাম্মদ জানান, তারা প্রতি বছর ভুট্টা আবাদ করে থাকেন এবং আবাদের পরিধিও বাড়াচ্ছেন। তারা অন্যান্য ফসলের পাশাপাশি গত কয়েক বছর ধরে ভুট্টা আবাদ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ভুট্টা আবাদের ওপর তেমন কোন প্রভাব পড়ে না এবং উৎপাদন খরচ অর্থাৎ সার, সেচসহ অন্যান্য খরচ কম হওয়ায় ভুট্টা চাষে তাদের মতো অনেক কৃষক দিন দিন আগ্রহী হয়ে ওঠছেন। এই এলাকার ভুট্টার দানা এবং রঙ ভালো হওয়ায় বাজারে চাহিদা অনেক বেশী। তাই স্থানীয় ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সরাসরি ভুট্টা কিনেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, পূণঃবাসন প্রকল্পের ৩৭০ জন কৃষকের মাঝে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলাতে ৯শ’৫০ হেক্টোর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৯হাজার ৪শ’ মেট্টিকটন। এবার প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:০৫পিএম/২/৪/২০১৮ইং)