

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ : গুজবে কান না দিয়ে আপনার সন্তানকে টাইফয়েড রোগ থেকে বাঁচতে টাইফয়েডের টিকা নিতে শিশু সন্তানদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থায়ী টিকা কেন্দ্রে নিজের দুই শিশু সন্তানদের টাইফয়েড টিকা দেয়ান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রানী দাসসহ অন্যান্য স্বাস্থ্য সহকারিগণ।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :