• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

গুগল ডুডলে স্বাধীনতা দিবস


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০১৭, ১:১৬ PM / ৪৮
গুগল ডুডলে স্বাধীনতা দিবস

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল লাল সবুজে সেজেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনটিতে সার্চ ইঞ্জিনটি ওপেন করলেই গুগলের লাল সবুজের বিশেষ ডুডল দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে গিয়ে দেখা যায়, ইংরেজিতে গুগল’এর ‘ও’ অক্ষরটি লাল রঙে রয়েছে। তার ভিতরে বাংলাদেশের গর্বের লাল সবুজের পতাকা হাতে এক নারী দৌড়ে আসছেন। তার রয়েছে লাল সবুজের পোশাক।

শনিবার রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিনটি ডুডলটি চালু করেছে।
বিশেষ নকশা বা চিত্রের ডুডল’এর মাধ্যমে কোনো বিষয়কে ফুটিয়ে তোলা তোলা হয়। সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে বড় করে গুগল লেখা যে লোগোটি পাওয়া যায়, সেটিই ডুডল। বিশেষ দিনে কিংবা কোনো ঘটনাকে সামনে রেখে সার্চ ইঞ্জিনটি তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করে।
মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়াও বাংলা নববর্ষসহ বিশেষ ক্ষণগুলোতে গুগল এমন ডুডল দিয়ে থাকে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১২পিএম/২৬/৩/২০১৭ইং)