• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

গুগলের নতুন অ্যাপস ছোটদের জন্যে!


প্রকাশের সময় : মার্চ ২১, ২০১৭, ৭:৪১ AM / ৪৪
গুগলের নতুন অ্যাপস ছোটদের জন্যে!

ঢাকারনিউজ২৪.কম:

১৩ বছরের নিচের বাচ্চাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য ‘ফ্যামিলি লিংক’ নামে নতুন অ্যাপ আত্মপ্রকাশ করেছে গুগল।

এই অ্যাপে শিশুদের অ্যাকাউন্টে বাবা-মায়ের পুরো নিয়ন্ত্রণ থাকবে। যেহেতু এই অ্যাপে বাবা মায়ের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে তাই তারা তাদের বাচ্চারা কোন ধরনের অ্যাপ ব্যবহার করছে তা জানতে পারবে এবং কতসময় তারা ডিভাইসের পেছনে খরচ করছে তাও জানা যাবে। এছাড়াও অভিভাবকরা চাইলে এটি দূর থেকে লকও করতে পারবেন।

অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অ্যান্ড্রয়েড ন্যুগাট ডিভাইসটি লাগবে। এরপর ‘ফ্যামিলি লিংক’ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৩৯এএম/২১//২০১৭ইং)