• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

গাড়ি কেনার জন্য সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা ঋণ


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০১৯, ১১:৩৮ AM / ৩৬
গাড়ি কেনার জন্য সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা ঋণ

 
গাড়ি কেনার জন্য সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা ঋণের ওপর এক শতাংশ হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ এপ্রিল এই সার্ভিস চার্জ নির্ধারণ করে আদেশ জারি করেছে।এর ফলে গাড়ি কেনার জন্য প্রাধিকারপ্রাপ্ত (সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব) কর্মকর্তাদের সুদমুক্ত ৩০ লাখ টাকার ঋণের জন্য ৩০ হাজার টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি কেনা এবং এর আনুষঙ্গিক অন্যান্য খরচাদি যেমন রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাপ টোকেন ইত্যাদি সকল খরচ নির্বাহের জন্য এককালীন সুদমুক্ত ঋণ বাবদ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হলো।

এতে বলা হয়, এ সুদমুক্ত ঋণসুবিধা গ্রহণের ক্ষেত্রে এক শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এতে অর্থ বিভাগের নির্দেশনা রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৩৮এএম/২৯/৪/২০১৯ইং)