• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

গাজীপুরে অজ্ঞান পার্টির কবলে ৮ বাসযাত্রী


প্রকাশের সময় : জুলাই ১২, ২০১৮, ১:২৬ PM / ৮৫
গাজীপুরে অজ্ঞান পার্টির কবলে ৮ বাসযাত্রী

ঢাকারনিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ৮ যাত্রীকে রাস্তায় ফেলে দিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রবীর কুমার জানান, বুধবার রাত ৮টায় কালিয়াকৈর বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

তারা হলেন- টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আমির আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৫৫), তার ছোটভাই লুৎফর রহমান (৪৫) এবং একই এলাকার ধানের আড়ৎদার আব্দুল কুদ্দসের ছেলে মোস্তফা (৪০)।

প্রবীর কুমার আরও জানান, বৃহস্পতিবার ভোরেও পাঁচজনকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। বেলা ১১টা পর্যন্ত অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল থেকে কালিয়াকৈর আসার পথে তাদের তিনজনকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা মোবাইলসহ সব নিয়ে মহাসড়কের পাশে ফেলে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২৫পিএম/১২/৭/২০১৮ইং)