• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন : বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২০, ১০:০৯ PM / ৩৮
গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন : বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : “উন্নত ও অগ্রগামী পলাশবাড়ী-সাদুল্লাপুর গঠনের লক্ষ্যে” ৩১ গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদীদল বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাদুল্লাপুর বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের গ্রামের বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এসময় তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি সহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, কৃষকদল নেতা ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল, যুগ্ম আহবায়ক আবু আলা মওদুদ, আবুল কালাম আজাদ, আবুল বাশার লিটন, সদর উপজেলা বিএনপির আহবায়ক উমর ফারুক সেলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন ও জেলা যুবদল যুগ্ম আহবায়ক মুসফিকুর রহমান রিপনসহ পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলা প্রতিটি ইউনিয়নের ভোট সেন্টার কমিটির সদস্য ছাড়াও কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:০৬পিএম/১৬/৩/২০২০ইং)