• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

গর্ভ ভাড়া নিয়ে ১৬ সন্তানের বাবা!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৮, ১:০৪ PM / ৪২
গর্ভ ভাড়া নিয়ে ১৬ সন্তানের বাবা!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : জাপানের মিতসুতোকি শিগেতা (২৮) নামের এক ধনী ব্যক্তি নারীর গর্ভ ভাড়া করে ১৬ সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের একটি আদালত শিগেতার পিতৃত্বের অধিকারে স্বীকৃতি দিয়েছে।

এর আগে শিগেতা ২০১৪ সালে থাইল্যান্ডে কয়েকজন নারীর গর্ভ ভাড়া করে ১৬ সন্তানের জন্ম দেওয়ার কথা জানালে তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। পরে এ নিয়ে থাইল্যান্ডে একটি মামলাও হয়। ‘বেবি-ফ্যাক্টরি’ নামে পরিচিত ওই মামলার পর দেশটিতে বিদেশিদের জন্য গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্মদানের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। এরপরেই তিনি পিতৃত্বের অধিকারে স্বীকৃতি পান।

এদিকে ইন্টারপোল মানব পাচারের অভিযোগে শিগেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ব্যাংককে তার ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়। সেখানে গর্ভ ভাড়ার মাধ্যমে জন্মানো ৯টি শিশু, কয়েকজন ধাত্রী এবং এক গর্ভ ভাড়াদানকারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় পাওয়া যায়। সূত্র : ডেইলি মেইল
(ঢাকারনিউজ২৪.কম/রাসিব/১:০১পিএম/২৩/২/২০১৮ইং)