• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা: ইসি


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৮, ১০:৫৪ PM / ১৮৭
গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা: ইসি

 

ঢাকারনিউজ২৪.কম,ডেস্ক : বঙ্গভবন ও গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণভবনে ১৫০ সাবেক সেনা কর্মকর্তার সমর্থন জানানোর অনুষ্ঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়।

শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি আরো বলেন, সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারেন বলেও জানান তিনি।

এর আগে গণভবনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী এই অভিযোগ করেন। এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য আসলো।
ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫৫ পিএম/৩০/১১/২০১৮ইং