• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

খোলা চিঠি : প্রতিটি আন্দোলের অধিকার আছে প্রতিটি নাগরিকের


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০১৮, ৩:৫২ PM / ৩৩
খোলা চিঠি : প্রতিটি আন্দোলের অধিকার আছে প্রতিটি নাগরিকের

ইখতিয়ার উদ্দীন আজাদ : পুলিশ ভাইয়েরা নির্দয় হবেন না। আন্দোলনকারীরা তো কোনো দলের না, কোনো সন্ত্রাসী, মাদকবিক্রেতা বা দেশদ্রোহীও না। তাদের আন্দোলন সরকার পতনেরও না? > তাহলে শিক্ষার্থীদের প্রতি কেন এতো আপনাদের ক্ষোভ? কেনইবা লাঠিচার্জ, অকথ্য ভাষায় গালিগালাজ? একবার স্রেফ নিজের সন্তান, ভাই, বোনের কথা মনে করুন। আন্দোলনরত শিক্ষারর্থীরা তো আপনার সন্তান, ভাই, বোনের মতোই। তাছাড়া ওদের দাবিটাও তো যৌক্তিক। সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই অকালে ঝরে পড়ছে কত তাজা প্রাণ। একদিন আপনার আপনজনও যে এর শিকার হবে না তা কি নিশ্চিত করে বলতে পারবেন? কিংবা আপনি নিজে? সময় এসেছে সবারই গর্জে ওঠার। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করা। আজও দেখলাম শনির আখড়াতে এক লড়ির চাপা দিয়েছে আন্দোলনরত এক শিক্ষার্থীকে। এমন সাপ বেজির লড়াই আর দেখতে চাই না। ড্রাইভাররা রেস প্রতিযোগিতায় নামবে আর অকালে প্রাণ হারাবে পথচারী, যাত্রী এমন দৃশ্য দেখতে চাই না! আন্দোলনের কারণে অনেক সাধারণ যাত্রীকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপাতত তা হাসি মুখে মেনে নিন! ২-১ দিন কষ্ট করলে যদি তার সূদুরপ্রসারী ফল পাওয়া যায় তাহলে তো সেটাই ভালো। সরকার ও সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তারা নিশ্চয় যৌক্তিক দাবির বিষয়ে সঠিক সিদ্ধান্তই নেবেন। শেষ কথা, আমার আমার পরিবার, বন্ধুবান্ধব, সর্বোপরি দেশের ১৬ কোটি মানুষের জন্য আরও একবার বলছি- ‘নিরাপদ সড়ক চাই’? চলুক প্রতিবাদ! শিক্ষার্থীদের আন্দোলন কখনো বিফলে যায়নি, যাবেও না! সাফল্য আসবেই…? -ইনশাল্লাহ্। লেখক: সাংবাদিক ও কবি। নজিপুর, পত্নীতলা, নওগাঁ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:৪৫পিএম/১/৮/২০১৮ইং)