• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

খামচে ধরছে সত্তা


প্রকাশের সময় : মার্চ ১০, ২০১৮, ৬:৫০ PM / ৩৮
খামচে ধরছে সত্তা

বাপ্পি সাহা

_______________________________________

সাদামাটা জীবনে…
রঙিন আলোয় আলোকিত বাহ্যিক রূপে মানুষের মনও হচ্ছে রঙিন।
মানুষের মাঝে মানুষের এতো ভিন্নতা যা অবাক দৃশ্য…
বহুরূপী মন
চার দেয়ালের ভিতর বন্ধি বিবেক
নেই কোন মানবতা
নেই কোন সচ্ছতা
সত্য সুন্দরের পথ কল্যানকর নয়
স্বার্থের লোভ আর মিথ্যে অহমিকা পিছু টানতে টানতে
সভ্যতা আজ… লুটাচ্ছে মাটিতে
খামছে ধরছে সত্তা।
সত্য মিথ্যের সব বেড়াজাল
মানুষকে অমানুষ বানাতে করে না দ্বিধা
কি লাভ কি লোকসান
কতটুকু হয় পূর্নময়?
লুন্ঠিতো জাতি
লুন্ঠিতো মানবতা।

সত্য সুন্দরের পথ সরল হোক..
জাগ্রত হোক জাতি।