• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

খাদ্যমন্ত্রী তাঁর খাবারের কথাই ভাবেন : মোমিন মেহেদী


প্রকাশের সময় : জুন ২৬, ২০২০, ৩:৫৫ PM / ৭৯
খাদ্যমন্ত্রী তাঁর খাবারের কথাই ভাবেন : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশে করোনা পরিস্থিতিতে প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, চালের দাম কেজি প্রতি ৬ টাকা বেড়েছে, অথচ খাদ্যমন্ত্রী স্টে হোম-এ থাকছেন-খাচ্ছেন-ঘুমাচ্ছেন; তাকে দেখলেই মনে হয়- খাদ্যমন্ত্রী তাঁর খাবারের কথাই ভাবেন। যে কারণে নিরন্ন মানুষের সংখ্যা বাড়লেও তাঁর যেন কিছুই করার নেই; গণমানুষের কথা ভাবার সময়ও তাঁর নেই। তিনি নিজের খাদ্য-দুর্নীতি নিয়েই ব্যস্ত থাকেন বলে আজ জাতির ক্রান্তিলগ্নে কোন অবদান নেই তাঁর। বরং টিসিবি, খাদ্য অধিদপ্তর সহ প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতির আঝড়া বসিয়েছেন; তাঁর কারণেই একবার পেয়াজের দাম ২ শ টাকা হয়েছে; আবার এখন ২০ টাকায় নেমেছে। মাঝখানে ক্ষতি হয়েছে জনগনের-সরকারের-জাতির পিতার কন্যার।
২৬ জুন সকাল সাড়ে ১০ টায় বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর ১১ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনলাইন লাইভে এসময় বরেণ্য সাংবাদিক-ভাষাসৈনিক অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রিও বক্তব্য রাখেন। তিনি এসময় বাংলারিপোর্ট-এর সাফল্য কামনা করে বলেন- নতুনধারার জন্য নিবেদিত এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা ও সফলতা প্রত্যাশা রইলো।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:৫৬পিএম/২৬/৬/২০২০ইং)