• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

খাগড়াছড়িতে বাড়ছে স্ট্রবেরির চাষ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ৭:২৭ PM / ৩০
খাগড়াছড়িতে বাড়ছে স্ট্রবেরির চাষ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিদেশি ফল হলেও খাগড়াছড়ির আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী। লাভজনক হওয়ায় দিন দিন এ ফলের চাষ বাড়ছে। এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক কর্মহীন।

শনিবার বণিক বার্তার ‘খাগড়াছড়িতে বাড়ছে স্ট্রবেরির চাষ’ শীর্ষক এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে স্থানীয় এক চাষির কাছ থেকে চারা নিয়ে শখের বশে প্রথম স্ট্রবেরির চাষ শুরু করেন খাগড়াছড়ির খবং পুড়িয়া এলাকার বাসিন্দা বিমল ব্রত চাকমা। ফলন ভালো হওয়ায় তিনি মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের করলাছড়িতে স্ট্রবেরির বাণিজ্যিকভাবে চাষ করেন। বর্তমানে স্ট্রবেরি চাষ থেকে তার বার্ষিক আয় আড়াই লাখ টাকা।

বিমল ব্রত চাকমা জানান, চলতি মৌসুমে প্রতি কেজি স্ট্রবেরি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। ঠিকভাবে বাজারজাত করা গেলে আরো ভালো দাম পাওয়া যেত। স্ট্রবেরি বাজার গড়ে তোলা জরুরি বলে অভিমত দিয়েছেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম। (বণিক বার্তা)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২৫পিএম/১১/২/২০১৭ইং)