• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৭, ৮:৪৫ PM / ৩৯
ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

ঢাকারনিউজ২৪.কম:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার দুপুর সাড়ে ১২টায় নিজ এলাকা মিঠামইন উপজেলায় পৌঁছান রাষ্ট্রপতি। পরে দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারে করে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় হাজার হাজার হেক্টর ফসলসহ ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন।

সম্প্রতি আগাম বন্যায় ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে কৃষি বিভাগের দেওয়া তথ্য মতেই ৪০ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়াও সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ার অধিকাংশ জমির বোরো ধান তলিয়ে গেছে।

ইতোমধ্যে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।

মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে রাত্রিযাপন করে আগামীকাল সোমবার সুনামগঞ্জে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৫৬পিএম/১৬//২০১৭ইং)