• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

ক্লিনিক এইড পদে (নারী) নিয়োগ


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০১৭, ১:১৫ PM / ৬০
ক্লিনিক এইড পদে (নারী) নিয়োগ

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : মেরী স্টোপস একটি প্রথম সারির NGO যা Marie Stopes International (MSI), UK এর অংশীদার।মেরী স্টোপস বিশ্বের ৩৭ টি দেশে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারী, পুরুষ ও কিশোর-কিশোরীদের মাঝে প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।মেরী স্টোপস DFID,UKAID এর আর্থিক সহায়তায় আরবান হেল্থ প্রজেক্ট এর অধীনে ক্লিনিক এইড (মহিলা) পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।
যোগ্যতা :
-কমপক্ষে এইচএসসি অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ০১ বছর মেয়াদী মেডিকেল অ্যাসিসটেন্ট/ প্যারামেডিক কোর্স পাশ
-কোনো মাতৃস্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে উল্লেখিত কাজে ১/২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা
-শিফটিং ডিউটি, ডাক্তারদের OT তে সহযোগীতা, ক্লাইন্টদের প্রতি যত্নবান এবং দলে কাজ করার মানসিকতাসমপন্ন।
-শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন
কর্মস্হল : ফেনী
বেতন সীমা : আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ : আগস্ট ১০, ২০১৭
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা আগ্রহী প্রার্থীদেরকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, দুইজন পরিচয়দানকারীর (অনাত্মীয়) নাম, ঠিকানাসহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১০পিএম/৩১/৭/২০১৭ইং)