• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

কোহলিদের হোটেলে তালা, পাক-ভারত ম্যাচে অনিশ্চয়তা


প্রকাশের সময় : জুন ৪, ২০১৭, ১২:৩১ PM / ৪৯
কোহলিদের হোটেলে তালা, পাক-ভারত ম্যাচে অনিশ্চয়তা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সিরিজ সন্ত্রাসীর হামলার পর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ব্রিমিংহ্যামের অ্যাজবাস্টনে এই ম্যাচ হওয়ার কথা। ভারতের এনডিটিভি খবর দিয়েছে, লন্ডন হামলার পর ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছে, সেটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য বিরাট কোহলিরা ব্রিমিংহ্যামের হোটেলে অবস্থান করছে।
হোটেলটি হামলার স্থান থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে হোটেলের মূল ফটকে তালা দেয়া হয়েছে।
এ ছাড়া হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কোহলিদের হোটেলের পার্শ্ববর্তী সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
প্রায় দুই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
এর আগে শনিবার রাতে লন্ডনে তিনটি সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন। (পরিবর্তন)

 
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩০পিএম/৪/৬/২০১৭ইং)