• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

কে নিল মা কেড়ে….?


প্রকাশের সময় : জুন ৩, ২০২০, ১০:৪৮ PM / ৪৯
কে নিল মা কেড়ে….?

রিটন মোস্তাফা
_________________________________________
পথে পথে ঘুরে ঘুরে জেনেছি আমি শেষে
এখানে ছাই আর পচা নর্দমার মাটি আছে,
মানুষ নেই মা, মানুষের মতো মানুষ সবে
যা আছে তা শুধু কঙ্কাল, দেখেছি এ চোখে।

সহানুভূতি আর ভালোবাসা শ্মশানে পোড়ে
ভালোবাসা লাশ হয়ে শুয়ে যে আছে কবরে।
কোথাও বিবেকের সাথে হয়নি দেখা আজও
রক্ত মাংসে শুধু শুষ্ক ঘা, দু চোখে রক্ত ভাসে।

দারুন জ্বরে কাঁপছে মা গো মানবাতা,অধিকার
জ্বলে পুরে ছাড়খাড়, সত্য স্তম্ভিত, ভেঙেছে পড়ে।
আজ শুধু তুমিই গো মা সব আঁকড়ে আছো ধরে
যে টুকু মায়া মমতা সেতো শুধুই তোমারই কাছে।

কঙ্কাল সভ্যতার প্রাচীরে নগ্ন লালসার চিত্রাঙ্কন
উঁচু উঁচু প্রাসাদের খোলা জানালায় সময় কাঁদে।
কোথায় গেলো সেই সেইসব দিন, কোন অতলে
মানুষে মানুষে দারুণ বন্ধন, কে নিলো মা কেড়ে?