• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ব্যবসায়ীদের উন্নয়নে চেম্বারে অব কমার্সের মতবিনিময়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০১৮, ৫:২০ PM / ৩৯
কুড়িগ্রামে ব্যবসায়ীদের উন্নয়নে চেম্বারে অব কমার্সের মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ব্যবসায়ীদের অর্থনৈতিক নিরাপত্তা ও তাদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এসোসিয়েশন কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় অংশ নেন এফবিসিসিআই সহ-সভাপতি ও চেম্বার কাউন্সিলের সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআই পরিচালক খায়রুল হুদা চপল, সাদাত হোসেন, রেজাউল করিম রেজনু প্রমূখ।

সভায় বক্তরা বলেন, কুড়িগ্রামসহ তৃণমুল এলাকার ব্যবসায়ীদের অর্থনৈতিক নিরাপত্তা ও আইনী সহায়তার পাশাপাশি  সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর তবেই এই সরকারের নেয়া এসডিজি অর্জন সম্ভব হবে।

এর আগে চেম্বার কাউন্সিলের সভাপতি শেখ ফজলে ফাহিমকে সংবর্ধিত করে আনন্দ মিছিল করে ব্যবসায়ীরা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:১৫পিএম/৯/৯/২০১৮ইং)