• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০১৯, ৭:৩৪ PM / ৩৬
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম : মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘লার্নিং বাই ডুইং হোক শিক্ষার ভিত্তি’–প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ হলরুমে এসে আলোচনাসভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:হাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে নির্বাহী প্রকৌশলী ও আইডিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড.মো:নুরে আলম,রংপুর অঞ্চলের আইডিবির আঞ্চলিক সহ-সভাপতি প্রকৌশলী মো:মাহবুবার রহমান,বকুল চন্দ্র সাহা,সিনিয়র প্রকৌশলী রায়হান কবীর প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৩৪পিএম/১৩/১১/২০১৯ইং)