• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

কাশ্মীরে বিজেপি নেতা সহ ২জনকে গুলি করে হত্যা, কারফিউ জারি


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০১৮, ১১:২০ AM / ৮৯
কাশ্মীরে বিজেপি নেতা সহ ২জনকে গুলি করে হত্যা, কারফিউ জারি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে কিশতওয়ার শহরে বিজেপির রাজ্য সম্পাদক অনিল পরিহার ও তার ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ওই এলাকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জম্মুর কিশতওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, অনিল পারিহার এবং তার ভাই অজিত রাত ৮টার দিকে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাপাল গলি মহল্লায় এলে দুর্বৃত্তরা তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি অমিত শাহ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জম্মুতে গত কয়েক বছরের মধ্যে এ প্রথম কোনো রাজনৈতিক কর্মী খুন হলেন। রাজ্যেজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১৮এএম/২/১১/২০১৮ইং)