• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

কাতারের স্পোর্টস চ্যানেল নিষিদ্ধ করল সৌদি আরব


প্রকাশের সময় : জুন ১৪, ২০১৭, ৩:২৮ AM / ৭৪
কাতারের স্পোর্টস চ্যানেল নিষিদ্ধ করল সৌদি আরব

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কাতারের বেইন স্পোর্টস চ্যানেলের সম্প্রচার আটকে দিয়েছে সৌদি আরব। দোহা ভিত্তিক এ চ্যানেলটি আল জাজিরা স্পোর্টস চ্যানেল হিসেবে পরিচিত। এর আগে আল জাজিরা চ্যানেল সৌদি আরবে নিষিদ্ধ করা হয়। গত সপ্তাহে কাতারের সাথে প্রধান আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক বিচ্ছেদের সূত্রে দেশটির সব ধরণের সম্প্রচার মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার সৌদি প্রশাসন থেকে বলা হয়, লাইসেন্সজনিত কারণে ওয়েবসাইটসহ চ্যানেলটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেইন স্পোর্টস চ্যানেল মধ্যপ্রাচ্যে ফিফা বিশ্বকাপ, ইউইএফএ চ্যাম্পিয়নস লীগ, উয়েফা ইউরোপ লীগ এবং ইংলিশ প্রিমিয়ার লীগসহ বড় ফুটবল লীগ খেলা সম্প্রচারের জন্য অনুমোদনপ্রাপ্ত চ্যানেল।

চ্যানেলটি বন্ধ হওয়ায় সৌদি ফুটবল ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও ক্রোধ দেখা দিয়েছে। তারা এ মৌসুমের বড় ফুটবল আসরের খেলা দেখা থেকে বঞ্চিত হবে এতে।

গত বৃহস্পতিবার সৌদি আরবে আল জাজিরা চ্যানেল দেখলে দশ হাজার রিয়াল জরিমানা দেয়ার আইন করে। এর আগে আরব আমিরাত আল জাজিরা দেখলে কাউকে তিন থেকে পনের বছরের জেলের ঘোষণা দেয়। বাহরাইনও জেল জরিমানার আইন করে এ জন্য। সূত্র: দ্য এন আরব
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:২৫পিএম/১৪/৬/২০১৭ইং)