• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

কাতারের বিরুদ্ধে গোপন চুক্তি ভঙ্গের অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৭, ১২:২৫ PM / ৩৩
কাতারের বিরুদ্ধে গোপন চুক্তি ভঙ্গের অভিযোগ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করেছে, সম্প্রতি করা তাদের মধ্যকার একটি গোপন চুক্তি ভঙ্গ করেছে কাতার। মঙ্গলবার একটি বিবৃতিতে চার দেশের জোট থেকে বলা হয়, কোনো সন্দেহ নেই ২০১৩-২০১৪ এর রিয়াদ চুক্তি লঙ্ঘন করেছে কাতার এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। খবর আনাদুলো এজেন্সির।
এদিকে রিয়াদ চুক্তিতে কী কী ছিল সেটা প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, রিয়াদ চুক্তির ভিত্তিতে কাতারের কাছে ১৩ দফা দাবি পেশ করা হয়েছিল; যেগুলো মানলে অবরোধ উঠিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।
সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছিলেন ‘সৌদি নেতৃত্বাধীন আরব জোটের কাতার অবরোধ ২০১৩-২০১৪ এর রিয়াদ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’ কিন্তু রিয়াদ চুক্তির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসা চুক্তির লঙ্ঘন বলে জানায় সৌদি জোট।
তবে রিয়াদ চুক্তিতে কী আছে সেটা বাইরে দুনিয়ায় অজানা। এটাকে তাই গোপন চুক্তি হিসেবেই দেখছে কিছু সংবাদ সংস্থা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:২৫পিএম/১১/৭/২০১৭ইং)