• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

কসবায় ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০১৯, ৯:৩৫ AM / ৩৫
কসবায় ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখন পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও রেলওয়ে থেকে দু’টি প্রথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এসব তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ও তূর্ণা নীশিতা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছিল। মন্দভাগ রেল স্টেশনের কাছে ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/০৯:৩২এএম/১২/১১/২০১৯ইং)