• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

কথোপকথন : কবি এবং প্রজাপতি


প্রকাশের সময় : মার্চ ৪, ২০১৯, ১১:২৯ PM / ৩৭
কথোপকথন : কবি এবং প্রজাপতি

সালমান আবির :
কবি : প্রজাপতি হঠাৎ এসে দেখা দাও তবে কেনো চলে যাও?

প্রজাপতিঃসন্ধান করি প্রতিনিয়ত হরেক রকম ফুল রজ্যের কবি।

কবিঃআমার অন্তর মাঝের ফুল রাজ্যের সন্ধান কি আজও তোমার দৃষ্টির অগোচরে প্রজাপতি?

প্রজাপতিঃতোমার অন্তরের ফুল রাজ্যের ঘ্রানে নিজেকে মাতাল করবো বলেই তো প্রতিনিয়ত তোমায় খুজে চলি,

কবিঃতবে কেনো ক্ষনে ক্ষনে আসো আবার হারিয়ে ধূসরের সন্ধ্যা মায়ায়?
প্রজাপতিঃক্ষনে ক্ষনে আসি তোমার হাঁসি দেখি তারপর মিলিয়ে যেতে ভালোবাসি বিশালহৃদয়ের আকাশের মাঝে,

কবিঃআমার হৃদয়ের বিশালত্বের সম্পূর্ন আকাশটা প্রজাপতি কেবল তোমাতে উৎসর্গ,
তুমি দেখতে কি পাচ্ছো প্রজাপতি?

প্রজাপতিঃতোমার আকাশের মুক্ত বাতাসে,মুক্ত ডানাতে ভাঁসতে বড্ড ইচ্ছে করে কবি।

কবিঃতবে কেনো হারিয়ে যাও,মিলিয়ে যাও-ধূসর রঙে?

প্রজাপতিঃতোমার হৃদয় রাজ্যের ফুলের গন্ধে তোমায় খুজে নিবো বলে,

কবিঃহঠাৎ যদি কখনো আমায় হারিয়ে ফেলো চিরতরে?

প্রজাপতিঃতবে তো নিজেকে ডুবিয়ে হারিয়ে যাবো ঘুমরাজ্যের গভীর অতলে,

কবিঃতুমি বড্ড বেঁশি নিষ্ঠুর হয়ে চলেছো প্রজাপতি।

প্রজাপতিঃনিষ্ঠুতার অন্তরালের ভালোবাসা দেখোছো না কেনো কবি?

কবিঃদেখবো না প্রজাপতি,হৃদয় দিয়ে খুজে নিবো,
তুমি মুক্ত আকাশে মিলিয়ে যাও ,দেখো আবারও তোমায় ঠিক খুজে নিবো।

প্রজাপতিঃতবে কি সত্যিই কি মিলিয়ে যাবো কবি?

কবিঃমগ্ন আমি আমার রাজ্যে,
হয়তো হবে দেখা যখন রাজ্যের সকল বিষন্নতা তোমাকে গ্রাস করতে চাইবে,
ভালো থেকো প্রজাপতি।

প্রজাপতিঃকবি সত্যিই তবে হারিয়ে গেলে?নিশ্চুপ প্রজাপতির অপেক্ষার প্রহোর।