• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

কওমি মাদরাসার মাস্টার্সের সনদ বৈধ


প্রকাশের সময় : মে ২২, ২০১৭, ৯:৫৯ PM / ২৭
কওমি মাদরাসার মাস্টার্সের সনদ বৈধ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করে জারি করা সরকারি গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কওমি মাদরাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে। এর দুদিন আগে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
গেজেটে বলা হয়, ‘কওমি মাদরাসার বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি ধরে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করা হলো।’
এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মো. ফজলুল হক নামের আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অনুসারি হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত রিটের শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৫৭পিএম/২২/৫/২০১৭ইং)