• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

‘এ আমার দুর্বলতা নাকি দুর্ভাগ্য তা জানা নেই’


প্রকাশের সময় : মে ২২, ২০১৮, ১১:০৩ PM / ৯০
‘এ আমার দুর্বলতা নাকি দুর্ভাগ্য তা জানা নেই’

সোনিয়া দেওয়ান প্রীতি : সারাদিন পর ঘরে ফিরে ভাতের থালা সামনে নিয়েও যখন ফোনে শুনতে পাই- সৌদির নারীদের ২৪ ঘন্টায় একবার কোনো কোনো দিন মাঝে মধ্যে সেদ্ধ আলুর বদলে ভাত দেয়া হয়, দিনভর অভুক্ত রোজা রেখে, গ্লাস ভর্তি পানি আর এক মগ চা খেয়ে ইফতার করার পর সেহেরিতে অবশেষে কোনো একদিন ভাত জুটে তাদের, কিন্তু সেই ভাত থালায় না দিয়ে মাটিতে ছুড়ে ফেলে তাদেরকে খেতে দেয়া হয়….. আমার মাছে-ভাতে বাঙ্গালি এই অসহায় দরিদ্র নারীগুলো সেই ভাতই রাস্তার অভুক্ত কুকুরের মতো খাবলিয়ে চেটেপুটে খেয়ে কোনোমতে খিদে নিবারন করে, তখন কি করে আমার সামনে থাকা ভাতের থালায় আমি হাত দিতে পারি? কি করে সেই ভাত আমি মুখে দিতে পারি? আন্দোলন করছি, সাহস নিয়ে একাই পথে বেড়িয়েছি এই নারীদের জন্য, আজ অনেকেই পথের সাথী হয়েছেন। কারো কাছে হিরো হতে চাইনি, নিজের পাবলিসিটি চাইনি, আর্থিক সুবিধা চাইনি, বরং নিজের পকেটের অর্থ ও নিজের মূল্যবান সময় ব্যায় করে, নিজের প্রতিষ্ঠান ও সংসার রেখে পথে নেমেছি কেবলই কিছু অসহায় নারীকে তাদের ঘরে ফিরিয়ে দিতে। ঠিক যেমনটা করতাম আজ থেকে প্রায় দেড় যুগ আগে দৈনিক পত্রিকার কাজ শেষে মধ্যরাতে বাড়ি ফেরার সময় এলাকার বখাটেদের ইভটিজিং এর কবল থেকে মা-বোনদের সেভ করে তাদের স্ব স্ব বাড়িতে পৌছে দিয়ে তবেই নিজের ঘরে ফিরতাম। আর মায়ের মুখে বকা শুনতাম- “একটা মেয়ে কেনো এত রাত করে বাড়ি ফিরিস্, এলাকার লোকে কি বলে? ভাল ঘরে কি কোনোদিন বিয়ে হবে? তোর জন্য প্রতিদিন তোর আব্বুর বকা শুনি, চর থাপ্পর খাই।”, কোনো কোনো দিনতো রাত করে বাড়ি ফেরার কারণে গেটটা খুলেই কোনো কিছু বুঝে উঠার আগেই থাপ্পরও জুটত গালে। কিন্তু কি করব? আমি যে অন্যায়, অবিচার সইতে পারিনা। সেই স্কুলে পড়ার বয়সে যখন পত্রিকার পাতায় নারীদের ধর্ষণ কিংবা যৌতুকের জন্য নির্যাতন ও পুড়িয়ে মারার খবরগুলো দেখতাম, তখন ভেতরের সমস্ত রাগ, জেদ, কষ্ট বুক চিরে সব একাকার হয়ে চোখের জল হয়ে গড়িয়ে পড়ত। এতটা জেদ হতো যে- ওই নির্যাতনকারীদের সামনে পেলে তখনি খুব শাস্তি দিতে চাইতাম। বয়স টা তখন কতই বা, ১২ কি ১৩। আজ ৩২ এ দাঁড়িয়েও একইভাবে পৃথিবীকে দেখি। এ আমার দুর্বলতা নাকি দুর্ভাগ্য তা জানা নেই। শুধু জানি চোখের সামনে কাউকে নির্যাতিত হয়ে ধুকে ধুকে মরতে দেখতে পারব না।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০২পিএম/২২/৫/২০১৮ইং)