• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

এরশাদের পরই রুহুল আমীন হাওলাদারের অবস্থান


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০১৮, ৮:৫৮ AM / ৩৫
এরশাদের পরই রুহুল আমীন হাওলাদারের অবস্থান

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পর দলটির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের পদ মর্যাদা ঘোষণা করা হয়েছে।

শনিবার(৮ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এরশাদ স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশ সম্বলিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী নিয়োগ করা হলো। তিনি পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে- পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠি উল্লেখ করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:০০এএম/৯/১২/২০১৮ইং)