• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

“এমন শাসক”


প্রকাশের সময় : মার্চ ২১, ২০১৮, ১০:৫২ PM / ৩৬
“এমন শাসক”

গুলজার রহমান
———————————————–

এই বাংলায় এমন শাসক আসবে জানি কবে?
ভষণে না বড় হয়ে শুশাসনে বড় হবে।

তনু মনে শক্তিবল হয় বীর্যবান,
সকল কৃতকর্মে যেন সে হয় গরিয়ান।

পরহিতে করে যেন নিজ আত্নদান,
সত্যের বাণী জ্বলায় যেন চীর অনির্বান।

সদা তার মুখে হাসি পুলকিত মন,
দেশ গড়ার সংগ্রামে করে যেন সে পণ।

ধবংস হিংসার রাজনীতির করবে অবসান,
উদিত হবে সত্যনিষ্ঠা ন্যায়েরই আনজাম।

অচিরেতেই এমন শাসকের ঘটিলে আগমন,
ধন্য হবো আমরা সবাই করিয়া আলিঙ্গন।
———————————————————
লেখক: চিকিৎসক ও কবি।
খিরশীন, পত্নীতলা, নওগাঁ।