• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

এফএ কাপের শেষ চারে আর্সেনাল-ম্যান সিটি


প্রকাশের সময় : মার্চ ১২, ২০১৭, ১১:১৩ AM / ৪৬
এফএ কাপের শেষ চারে আর্সেনাল-ম্যান সিটি

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে জয় পেয়েছে দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল পঞ্চম বিভাগের দল লিঙ্কন সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। অপর ম্যাচে মিডলসব্রোর মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছে সিটি। দুই দলই পৌঁছে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে হেরেছে আর্সেনাল। বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। সেই হতাশা নিয়েই রাতে লিঙ্কনের বিপক্ষে মাঠে নেমেছিল গানাররা। ৫-০ বিশাল জয় তুলে নিয়ে কিছুটা হলেও নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। কিন্তু তাদের আক্রমন লিঙ্কনের গোলপোস্টে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। অবশেষে প্রথমার্ধের শেষ মুহূর্তে থিও ওয়ালকট গোল করে এগিয়ে দেন আর্সেনালকে।

বিরতির পর লিঙ্কনের জালে আরো চার গোলে দেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অলিভিয়ের জিরু ৫৩ মিনিটে স্কোরলাইন ২-০ করেন। পাঁচমিনিট পর লিঙ্কনের লুক ওয়াটারফল নিজেদের জালে বল জড়ালে ৩-০তে লিড পায় লন্ডনের দলটি। অ্যালেক্সিস সানচেজ ৭২ মিনিটে ও অ্যারন রামসে ৭৫ মিনিটে গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন।
মিডলসব্রোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে এফএ কাপের শেষ চারে নাম লিখিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে ডেভিড সিলভা এবং দ্বিতীয়ার্ধে সার্জিও আগুয়েরো সিটির হয়ে লক্ষ্যভেদ করেন। আগামি বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে সিটিজেনরা। প্রথম লেগে ৫-৩ গোলে জিতেছিল সিটি।
রবিবার রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম খেলবে মিলওয়ালের বিপক্ষে। শেষ কোয়ার্টার ফাইনালে সোমবার রাতে চেলসির বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৩ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:১২এএম/১২/৩/২০১৭ইং)