• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

এটিএন বাংলা অপরাজিতা এওয়ার্ড ২০২৪ পেলেন সফল নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ২:৫৬ PM / ৭৫
এটিএন বাংলা অপরাজিতা এওয়ার্ড ২০২৪ পেলেন সফল নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা

নিজস্ব প্রতিবেদক : এটিএন বাংলা অপরাজিতা এওয়ার্ড ২০২৪ এ ভূষিত হলেন নারায়ণগঞ্জের সফল নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা।

১৪ নভেম্বর রাজধানী ঢাকার রাজমনি ইশাখা কনভেনশন হলে এটিএন বাংলা আনুষ্ঠানিক ভাবে নারায়ণগঞ্জের সফল নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা সহ দেশ সেরা ১৫ জন নারীকে “অপরাজিতা ” এওয়ার্ড প্রদান করে।

এটিএন বাংলা অপরাজিতা এওয়ার্ড পেয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সাবিরা সুলতানা নীলা তার অনুভূতি প্রকাশ করে বলেন, “”আমি অপরাজিতা।”””” আল হামদুলিল্লাহ
সন্মান আর রিযিক আল্লাহ্ প্রদত্ত।আমার উদ্যোক্তা জীবনে আমার প্রাপ্তির ঝুলিতে আমার অনেক গুলো নাম পেয়েছি যেমন জয়িতা, আর আজ পেলাম””” অপরাজিতা।””” ,নামটি শুনতেই অনেক ভাল লাগার এক অনুভূতি কাজ করে । এটিএন বাংলা ১৫ জন নারীকে অনুপ্রাণিত করার জন্য, সন্মানিত করেছেন,অপরাজিতা নাম দিয়ে । সত্যি প্রতিটা নারী ওখানে আমরা অভিভূত। এত সুন্দর ভাবে সন্মান পেয়েছি। কৃতজ্ঞতা আমার সৃষ্টিকর্তার প্রতি,কৃতজ্ঞতা এটিএন বাংলার প্রতি যারা আমাকে যোগ্য ভেবে সন্মানিত করেছেন । সব কিছুর জন্য আল হামদুলিল্লাহ আমি “”অপরাজিতা।”””