• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

উ. কোরিয়ার কাছে আরো মার্কিন যুদ্ধ জাহাজ


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৭, ১০:১৫ AM / ২৯
উ. কোরিয়ার কাছে আরো মার্কিন যুদ্ধ জাহাজ

ঢাকারনিউজ২৪.কম:

উত্তর কোরিয়ার সাড়ে তিন হাজার মাইল দূরে ভারত মহাসাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী জাহাজ ‘আরমাডা’।

পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাহাজটি ভারত মহাসাগরে সামরিক মহড়ার জন্য পাঠানো হয়নি। মূলত জাপান সাগরে উত্তর কোরিয়ার উপরে চাপ সৃষ্টি জন্য তা পাঠানো হয়েছে। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে পেন্টাগন ও হোয়াইট হাউজের মধ্যে। জাপান সাগরে পাঠানো যুদ্ধ জাহাজটি ভুলে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। তাই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

তিনে আরও বলেন, মার্কিন যুদ্ধবিমান বহনকারী জাহাজ ইউএসএস কার্ল ভেনসন জাহাজের কমান্ডারের ভুল যোগাযোগের কারণে এমন ঘটনা ঘটেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে বলেন, আমরা অধিক ক্ষমতা সম্পন্ন ‘আরমাডা’ ও সাবমেরিন পাঠিয়েছি এবং আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ পাঠাব।

এছাড়া মার্কিন যুদ্ধবিমান বহনকারী জাহাজ ‘আরমাডা’ নিয়ে উত্তর কোরিয়ায় উত্তেজনা বিরাজ করছে। পিয়ংইয়ং জানিয়েছে, এটা কিছুই না, এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এটি পাঠিয়েছে। কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে সিএনএন জানায়, এই মাসের শেষে ৯৭ হাজার টন বহনকারী জাহাজ ও আারও ৬০টির বেশি যুদ্ধবিমান আমরা স্ট্রাইক দলের সঙ্গে যোগ দেয়ার জন্য পাঠাব।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ১০.১৪এএম/১৯//২০১৭ইং)