• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে


প্রকাশের সময় : মার্চ ২০, ২০১৭, ৮:০৫ PM / ৩৪
উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে

ঢাকারনিউজ২৪.কম:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমে শেষ হয়েছে কার্যক্রম। ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৪০ লাখ টাকা এবং সিএসইতে কমেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা।

তবে উভয় স্টক এক্সচেঞ্জের সূচকে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২৬ পয়েন্ট বাড়লেও সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে।

উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৪০ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল এক হাজার ১০৩ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, এবি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা এবং এসিআই ফরমুলেশন।

অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৬ কোটি ১৭ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৭২ কোটি টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১০ হাজার ৭১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৮৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৬টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্স ফার্মা, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.০৩পিএম/২০//২০১৭ইং)