• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

উত্তরায় ট্রেনিং সেন্টারের নামে চলছে বিভিন্ন কোর্সে ভর্তি বানিজ্য


প্রকাশের সময় : মে ৩১, ২০১৮, ৫:৫৯ PM / ৭৪
উত্তরায় ট্রেনিং সেন্টারের নামে চলছে বিভিন্ন কোর্সে ভর্তি বানিজ্য

ঢাকারনিউজ২৪.কম, বিশেষ প্রতিনিধি : রাজধানীর উত্তরায় গন উন্নয়ন বিকাশ কেন্দ্র ও রিমডিন টেকনোলজিস লিঃ কম্পিউটার ট্রেনিং সেন্টারের বিভিন্ন কোর্সের নামে চলছে রমরমা ভর্তি বানিজ্য দেখার কেউ নেই।

জানা গেছে, উত্তরার ৭নং সেক্টরের ১নং রোডের ৬নং বাড়ীর ৪র্থ তলায় গন উন্নয়ন বিকাশ কেন্দ্র ও রিমডিন টেকনোলজিস লিঃ কম্পিউটার ট্রেনিং সেন্টার। যার রেজিঃ নং-০৮৮৭৮। এখানে সহজ সরল সাধারন নারী ও পূরুষকে ধোকা দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ভর্তির নাম করে নিচ্ছে মোটা অংকের টাকা। তদারকির নেই কোন কতৃপক্ষ। সম্পূর্ণ কোর্স করতে জন প্রতি লাগে প্রায় ৯১হাজার টাকা।

এ বিষয়ে গন উন্নয়ন বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মিনারা সুলতানা জানান, আগে ফ্রী প্রশিক্ষন দিতাম তখন কেউ দেখেনি। এখন টাকা নিচ্ছি বলে সবার মাথা ব্যাথা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:৫৮পিএম/৩১/৫/২০১৮ইং)