• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

উত্তরায় আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে শিশু শ্রমিক দিয়ে চলছে কারখানা


প্রকাশের সময় : মে ২৭, ২০১৮, ৮:০২ PM / ৪১
উত্তরায় আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে শিশু শ্রমিক দিয়ে চলছে কারখানা

বি.এম জুবায়ের হোসেন : রাজধনীর উত্তরখান থানা এলাকায় সাইনবোর্ড বিহিন আইনকে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে চলছে এস ফ্যাসান গার্মেন্টস কারখানা এলাকাবাসীর অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে জানাযায়, উত্তরখান থানা এলাকার মাজার পুরাতন পাড়ায় আশিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর উপরে দ্বীতীয় তলায় টিনসেট চালের নিচে  বাশঁ দিয়ে তৈরী কাচনির সিলিং বৃষ্টি নামলে পানিতে ভরে যায় ফ্লোর, তবে উপরে পলিথিন দিয়ে কিছুটা আটকানো হয়েছে। নেই অগ্নির্বাপক প্রতিরোধক, শিশু শ্রমিক দিয়ে চলছে কারখানার কাজ।

এ বিষয়ে কারখানার ম্যানেজার বিনদ বাবু জানায়, আমি প্রায় ২মাস পুর্বে এস ফ্যাসানে নিয়োগ পেয়েছি। শ্রমিরা এখানেই প্রায় ২বছর ধরে কাজ করছে বলে আমি জানতে পেরেছি। তবে তিনি শিশু শ্রমিক ও শুরক্ষার বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে কারখার মালিক আশরাফ বলেন, বিষটি পোষাক শিল্প  প্রস্ততকারক ও রপ্তানী কতৃপক্ষ অবগত রয়েছে। তবে তিনি শিশু শ্রমিক ও শুরক্ষার বিষয়টি  এড়িয়ে যান।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:২৬পিএম/২৭/৫/২০১৮ইং)