• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

‘উইমেন ইন কাবিননামা’ বাজারে


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০১৭, ৮:৩৫ PM / ৪১
‘উইমেন ইন কাবিননামা’ বাজারে

ঢাকারনিউজ২৪.কম:ঢাকা:

ড. বিলকিস রহমানের গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বইটির প্রকাশক পাঠক সমাবেশের সম্পাদনা বিভাগের প্রধান ওয়াহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, একই বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. শাইখ ইমতিয়াজ।

‘উইমেন ইন কাবিননামা’ গ্রন্থে নারীর অধিকার সুরক্ষায় বিয়ের দলিল হিসেবে কাবিননামার ভূমিকা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন ড. বিলকিস রহমান। ঊনবিংশ শতকের ১২২টি কাবিননামা উপস্থাপিত হয়েছে গ্রন্থটিতে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘পারিবারিক জীবনে নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাবিননামা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড.বিলকিস রহমান ইতিহাসের আলোকে তা বিশ্লেষণ করেছেন। এ জাতীয় গবেষণা আরও বেশি হওয়া উচিত।’

সেলিম আহমেদের প্রচ্ছদে ৭০ পৃষ্ঠায় বিন্যস্ত উইমেন ইন কাবিননামা গ্রন্থের মূল রাখা হয়েছে ৩৪৫ টাকা।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৩৪ পিএম/০৩//২০১৭ইং)