• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ইবি’র অধীন ফাজিল পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশের সময় : মে ২৭, ২০১৮, ৭:০০ PM / ৬৬
ইবি’র অধীন ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ঢাকারনিউজ২৪.কম, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর অধীন অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৭ মে) বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী প্রশাসন ভবনের সেমিনার কক্ষে  আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

এবছর ছাত্রী পাশের হার ৯৩.২৪ শতাংশ আর ছাত্র পাশের হার ৯৩.২০ শতাংশ।
প্রথম বর্ষের (অনিয়মিত) পাসের হার ৮০.৯০ শতাংশ, দ্বিতীয় বর্ষে পাসের হার ৮৮.৩০ শতাংশ এবং তৃতীয় বর্ষের পাসের হার ৯৩.২১ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, প্রথম বর্ষে দুই হাজার ৮৪৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন দুই হাজার ১০৯ জন।

দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জনের মধ্যে ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল ১ম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮ শত সাতচল্লিশ জন, দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯ শত ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩ শত ৪ জন।

দেশব্যাপী ২৯৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারনে তা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ ফলাফল পাওয়া যাবে।

https://drive.google.com/drive/mobile/folders/1r3yK-Bbic4W1pO8h5LfSB1ieJrbrfn86?usp=sharing

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:০০পিএম/২৭/৫/২০১৮ইং)