• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

ইবিতে তিনটি ভবনের বর্ধিতাংশের কাজের শুভ উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২০, ৬:৪১ PM / ৩৫
ইবিতে তিনটি ভবনের বর্ধিতাংশের কাজের শুভ উদ্বোধন
সাব্বির আহমেদ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার ও বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির মূল ভবনের বর্ধিতাংশের কাজের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। রবিবার দুপুরে  বর্ধিতাংশের কাজের উর্দ্ধমুখী সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজটি করছেন রুপালী কনস্ট্রাকশন্। কাজটি করতে ব্যয় হবে  ৫ কোটি ৯ লক্ষ টাকার। এছাড়া মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশলী ও নির্মাতা কাজটি ১ কোটি ৮৮ লক্ষ টাকার। এবং বিশ^বিদ্যালয় ডরমেটরির মূল ভবনের বর্ধিতাংশের কাজের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যালাক্সী এসোসিয়েট এবং কাজটি ২ কোটি ৯ লক্ষ টাকার।  পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভারঃ) এইচ. এম. আলী হাসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রক্টর  প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রধান প্রকৌশলী(ভারঃ) মোঃ আলীমুজ্জামান (টুটুল), রেজিস্ট্রার (ভারঃ) এস. এম. আব্দুল লতিফ, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা এবং প্রকৌশল অফিসের কর্মকর্তা ও কমচারী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রকিমবৃন্দ। চলমান ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় এ তিনটি নির্মাণ কাজের মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। আগামী দেড় বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন নির্মানকারী প্রতিষ্ঠানগুলো।