• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

ইবি’তে চলছে বর্ষবরণের প্রস্তুতি


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৮, ২:১১ PM / ১১৫
ইবি’তে চলছে বর্ষবরণের প্রস্তুতি

ঢাকারনিউজ২৪.কম, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি। বাংলার ঐতিহ্যের ধারা ধরে রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ইবির ৩৩টি বিভাগের শিক্ষার্থীরা।

অনুষদ ভবনের সামনে তৈরী করা হয়েছে মঞ্চ,স্টল। সর্বমোট ৯১ টি স্টলে থাকবে বাহারি সব আয়োজন। মূল মঞ্চে চলবে বৈশাখি আয়োজন। শত বছরের উৎসব বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে ভিন্নরকম এক আবেদনের উপলক্ষ্য। বাংলা বছরের শুরুর এই দিনটিতে বাঙালি মেতে ওঠে নিজস্ব উৎসবের  আয়োজনে।আর সেই উৎসবকে আরো মনোরম করতে আয়োজনের কোন কমতি রাখেনি ইবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায় বৈশাখি আয়োজনে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে দেখা যায়  নতুন বছরকে বরণে বর্ণিল শোভাযাত্রা, ফেস্টুন, রং-তুলির আঁচড়ে নকশাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। চলছে বিভিন্ন লোকজ পণ্য তৈরীর কাজও।
পালকি, লোকজ ঘোড়াসহ নানা ধরনের শিল্পকর্ম থাকছে পহেলা বৈশাখ ১৪২৫ কে বরণ করে নিতে।

৩ দিনব্যাপী নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও বৈশাখী মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছেন অনুষ্ঠান আয়োজন কমিটি।আর এ আয়োজনকে সফল করতে রাত-দিন নিরলস পরিশ্রম করছেন  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সাজ্জাদ হোসেন খান নামের একজন শিক্ষার্থী বলেন,”পহেলা বৈশাখ মানেই সব অপশক্তিতে বিনাশ করে নতুনের জয়গান গাওয়া। নতুন বছর শান্তির বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশাতেই বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত আমরা।”

আইন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, মেলা বাঙালির ঐতিহ্যের পরিচায়ক। এ ধরনের আয়োজন সর্বোচ্চ বিদ্যাপিঠে হওয়া অর্থ এটি বাঙালির ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিকশিত করা।

বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মোঃখসরুল আলম মানিক বলেন, “বিভাগের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের বৈশাখী আয়োজন সন্তোষজনক। প্রস্তুতি শেষ করার জন্য শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করছে।শোভাযাত্রাসহ বৈশাখী মেলায় আমাদের আয়োজন বিগত বছরের থেকে সন্তোষজনক”।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:১০পিএম/১৩/৪/২০১৮ইং)