• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

ইউসিবি এমডি’র পদত্যাগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০১৮, ১:২৮ PM / ৪১
ইউসিবি এমডি’র পদত্যাগ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এই আব্দুল মুহাইমেন পদত্যাগ করেছেন।

বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এমডির পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর আগে মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন এমডি আব্দুল মুহাইমেন। পর্ষদ সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউসিবি ব্যাংকের এমডি পদে চলতি দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আরিফ কাদরী।
গত বছরের জুলাইতে ইউসিবির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মুহাইমেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

এই আব্দুল মুহাইমেন ৩০ বছরেরও বেশি সময় ধরে এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে ব্যাংকিং ব্যবস্থাপনার সি-লেভেল কর্মক্ষেত্রসহ নানাক্ষেত্রে দায়িত্বরত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২৪পিএম/৩/৯/২০১৮ইং)