• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

আলোচনার সব পথ বন্ধ করেছে ইসরাইল : আব্বাস


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৮, ২:৫৭ PM / ৩৪
আলোচনার সব পথ বন্ধ করেছে ইসরাইল : আব্বাস

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল আলোচনার সব ধরনের পথ রুদ্ধ করেছে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ইসরাইল এমনভবে আচারণ করছে যেন তারা আন্তর্জাতিক আইনের ঊর্দ্ধে।

চলতি বছরের মাঝামাঝির সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

আব্বাস বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুর সমাধান করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরিভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হওয়া প্রয়োজন।’ মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই সমন্বিত প্রচেষ্টায় আলোচনা করতে হবে।

উল্লেখ্য, গেল ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি এবং ফিলিস্তিনি শরণার্থীদের দেওয়া মার্কিন সহায়তা বন্ধ করায় ট্রাম্পের ওপর ক্ষিপ্ত ফিলিস্তিনি জনগণ।

এর আগে আব্বাস বলেন, ওয়াশিংটন তার নিরপেক্ষতা হারিয়েছে। তাই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ওয়াশিংটনের মধ্যস্থতা আর গ্রহণযোগ্য নয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৫৭পিএম/২১/২/২০১৮ইং)