• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

আ’লীগের উপ-কমিটি বাতিল ঘোষণা


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০১৮, ৯:৪০ PM / ৬৬
আ’লীগের উপ-কমিটি বাতিল ঘোষণা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের উপ-কমিটিকে অবৈধ বলে মৌখিকভাবে বাতিল ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর ফলে প্রস্তাবিত সকল সহ-সম্পাদকদের পদ আপাতত রদ হল। ২০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পদবঞ্চিত সাবেক ছাত্রলীগ নেতাদের দাবির মুখে এ ঘোষণা দেন তিনি।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ এবং ওবায়দুল কাদেরের জ্যেষ্ঠ গণসংযোগ কর্মকর্তা আবু নাসের।

তারা বলেন, সন্ধ্যা ৭টার দিকে উপ-কমিটিতে পদবঞ্চিত নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়ি আটকে রাখেন। এসময় তারা কাদের-গোলাপ কমিটি মানি না, বাতিল কর, স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

উল্লেখ্য, গত সোমবার থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-কমিটির সহ-সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য পদ প্রত্যাশীদের দায়িত্ব বণ্টন করে চিঠি পাঠানো শুরু করে দলটি। এর পরপরই তালিকায় থাকা ব্যক্তিরা নিজেদের ফেসবুক ওয়ালে পদপ্রাপ্তির বিষয় পোস্ট করেন।

এ নিয়ে বিতর্ক শুরু হলে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ বলেছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি। সহ-সম্পাদকদের কোনো অনুমোদন নাই। যারা আগে ভাগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নেতা দাবি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৭পিএম/২০/১/২০১৮ইং)